Kolkata:- 16 -year-old girl allegedly raped over the past two years, his father , uncle and grandfather against . The incident occurred in the district of West Bengal .
On Saturday, police arrested the three accused . According to police , on the issue of the infant school siksikadera told her that the incident publicly . Shortly after, he was alleged on behalf of the school authorities .
Mukherjee said a fellow teacher at the school , the girls have been subjected to brutal torture in the past two years . This inhuman torture lately rising , it was unable to bear all the school siksikadera the girl said . Police said the incident on behalf of the school .
Dhupaguri police official said , on the basis of the complaint infant 's father , uncle and grandfather were arrested . The infant 's mother has been absconding since the incident . Police are searching for a slowdown .
District Child Welfare Committee has been kept to the girl now .
কলকাতাঃ ১৬ বছর বয়সী এক কিশোরীকে গত দুবছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বাবা, কাকা ও দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়।
শনিবার ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই নাবালিকা গোটা বিষয়টি তার স্কুলের শিক্ষিকাদের জানালে প্রকাশ্যে আসে ঘটনাটি। এরপরই স্কুল কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ জানানো হয়। ওই স্কুলেরই এক শিক্ষিকা সাথী মুখার্জী জানিয়েছেন, গত দুবছর ধরে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন ওই কিশোরী। ইদানীং এই অমানবিক অত্যাচার বেড়ে যাওয়ায়, তা সহ্য করতে না পেরে সমস্ত ঘটনা স্কুলের শিক্ষিকাদের জানায় ওই কিশোরী। এরপর স্কুলের তরফে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়।
ধূপগুড়ি থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই অভিযোগের ভিত্তিতেই নাবালিকার বাবা, কাকা ও দাদাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ওই নাবালিকার মা। পুলিশ তারও সন্ধান করছে।
এখন ওই কিশোরীকে জেলা শিশু কল্যান সমিতির কাছে রাখা হয়েছে।
Post a Comment