Indore : Unhappy marriage . His daughter- in-laws for a year , so people mix tea pee ! Such an incredible event happened indaure Madhya Pradesh . The woman's mother recently committed to this , he showed up in the kitchen , after which the whole of the screen .
Nagabansi the 30 -year-old woman's in-laws in line with their daughter 's family has filed a written complaint against the police . Complaints , into the kitchen and saw the line suraya mother , the daughter-in- line for the tea into the cup is filled with urine . This was taken aback at the age of 60 years .
However , eventually , suray's boy ( 34 ) were dissatisfied with life in line with the eight-year marriage . Recently he went to the house of her husband to leave the parental home . Aliya as a friend of his in-laws , leaving the line to Kohli, accused of being a slave to supervise her husband .
According to media alia , the four -year-old daughter wanted to go back to her husband for the sake of the line there would be a line in front of him - one , to kacate dipakakei the stuff to cook . Two , will give him gingerly . Meyer accepted these conditions in mind, inspiring his wife Alia said 
The problem is the line returning to his in-laws . Knowing these conditions, after the boy 's father did not want to accept non Ajit ( 55 ) and mother . Then the father - mother to avenge the plot line . Does not work as well .
According to the police suraja , son daughter-in-law was different . There are two - three times a week who visited Ajit - suraya . The mother line , despite the fact that they do not like the line had made ​​herself tea . What he thinks , he saw into the kitchen , made ​​tea for them to pee in her daughter-in-law ! This event raised a shock to surya about visual .
He approached the police to file a complaint against the straight daughter.

Daughter-tee-pee
Daughter-tee-pee


ইন্দৌর: বিয়েতে অখুশি। তাই এক বছর ধরে শ্বশুরবাড়ির লোকেদের চায়ে প্রস্রাব মেশাতেন পুত্রবধূ! এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দৌরে। সম্প্রতি ওই মহিলার শ্বাশুড়ি তাঁকে রান্নাঘরে এই অপকর্ম করতে দেখে ফেলেন, যার পরই গোটা বিষয়টি থেকে পর্দা ওঠে।

রেখা নাগবংশী নামের ৩০ বছরের ওই মহিলার শ্বশুরবাড়ির পরিবার তাঁদের পুত্রবধূর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, রেখার শ্বাশুড়ি সূরয সম্প্রতি রান্নাঘরে গিয়ে দেখেন, তাঁদের জন্য চা বানিয়ে সেই কাপে প্রস্রাব ভরে দিচ্ছেন পুত্রবধূ রেখা। এই দেখে হতচকিত হয়ে পড়েন ৬০ বছরের ওই প্রবীণা।

ঘটনাক্রমে জানা যায়, সূরযের ছেলে দীপকের (৩৪) সঙ্গে আট বছরের বৈবাহিক জীবন নিয়ে অখুশি ছিলেন রেখা। সম্প্রতি তিনি স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িও চলে যান। তাঁর শ্বশুরবাড়ি ছাড়ার কারণ হিসেবে বন্ধু আলিয়া কোহলির কাছে রেখা অভিযোগও করেছিলেন এই মর্মে যে তাঁর স্বামী তাঁকে কৃতদাসের মতো খাটান।

সংবাদমাধ্যমকে আলিয়া জানান, চার বছরের কন্যার স্বার্থে রেখার স্বামী তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে রেখা তাঁর সামনে শর্ত দেন— এক, দীপককেই এবার থেকে রান্না করতে ও কাপড় কাচতে হবে। দুই, তাঁর পা টিপে দিতে হবে। মেয়ের কথা মাথায় রেখে দীপক তাঁর স্ত্রীর এই শর্ত মেনেও নেন বলে জানান আলিয়া।

সমস্যা শুরু হয় রেখা শ্বশুরবাড়ি ফিরলে। এই শর্তের কথা জানার পর তা কোনওমতেই মানতে চাননি দীপকের বাবা অজিত (৫৫) এবং মা। এরপরই শ্বশুর-শ্বাশুড়ির ওপর বদলা নেওয়ার ফন্দি আঁটেন রেখা। যেমন ভাবা তেমন কাজ।

পুলিশের কাছে সূরজ জানান, ছেলেকে নিয়ে পুত্রবধূ আলাদা থাকত। সেখানে সপ্তাহে দু-তিনবার দেখা করতে যেতেন অজিত-সূরয। রেখার শ্বাশুড়ি জানান, তাঁদের পছন্দ না করা সত্ত্বেও রেখা হাসিমুখে চা বানিয়ে দিত। একদিন কী মনে করে, তিনি রান্নাঘরে গিয়ে দেখেন, তাঁদের জন্য চা বানিয়ে তার মধ্যে প্রস্রাব করছেন বৌমা! এই ঘটনা চাক্ষুষ করে প্রায় ভিরমি খাওয়ার জোগাড় সূরযের।

সোজা পুলিশের দ্বারস্থ হয়ে পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

Post a Comment

 
Top