Recently, researchers at the University of California researched on 90 women who were taking the contraceptive shot, a study conducted on them. Contraceptive or birth control pills for a long time, it can be seen as a result, has changed the structure of the brain. This is the kind of pills or tablets one type of synthetic hormone, which destroys the body's natural hormone that, when the medicine is.
Studies have shown that , as a result of taking the pill or tablet , 90 percent of the women in the brain cortex and pastiriyara siguleta Luttrell arabitophrantala cortex is affected .
Luttrell arabitophrantala cortex of the women's feelings, emotions and control. One of the main functions of the brain cortex pastiriyara siguleta introvert thinking, personal reminiscences and control plan for the future. If you change the structure of these two areas of the brain, then, people are very easily suffer unnecessary tension right, sadness increases. Studies have shown that, for a long time that this kind of all women use drugs, the mental instability, suffering from trauma.
However, since it could be understood that research , the effects of the brain , not temporary changes permanent . This research has been published in the Journal of the Human Brain Mapping .

Contraceptive
Contraceptive


ওয়াশিংটনঃ সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৯০ জন মহিলা যাঁরা গর্ভনিরোধক গুলি সেবন করেন, তাঁদের ওপর একটি সমীক্ষা চালিয়েছিলেন। তাতে দেখা যায় দীর্ঘদিন গর্ভনিরোধক বা জন্মনিয়ন্ত্রক পিল নেওয়ার ফলে, তাঁদের মস্তিষ্কের গঠন বদলে গিয়েছে। মূলত এই ধরণের পিল বা ট্যাবলেটগুলোর মধ্যে একধরণে কৃত্রিম হরমোন থাকে, যা দেহের স্বাভাবিক হরমোনকে নষ্ট করে দেয়, যখন এই ওষুধ সেবন করা হয়।
গবেষণাতে দেখা গেছে, এই পিল বা ট্যাবলেট সেবনের ফলে, ৯০ শতাংশ মহিলারই মস্তিষ্কের ল্যাটারেল অরবিটোফ্রন্টাল কর্টেক্স এবং পস্টিরিয়র সিগুলেট কর্টেক্স প্রভাবিত হয়।
ল্যাটারেল অরবিটোফ্রন্টাল কর্টেক্স মূলত মহিলাদের অনুভূতি, আবেগকে নিয়ন্ত্রন করে। মস্তিষ্কের পস্টিরিয়র সিগুলেট কর্টেক্স-এর মূল কাজই হল অন্তর্মূখী ভাবনা, ব্যক্তিগত স্মৃতিচারণা ও ভবিষ্যত পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করা। মস্তিষ্কের এই দুই জায়গার যদি গঠনের পরিবর্তন হয়ে যায়, তাহলে, খুব সহজেই মানুষ অহেতুক টেনশনে ভোগে, বিষণ্ণতাও বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে যে সমস্ত মহিলা এই ধরণের ওষুধ খান, তাঁরা মানসিক অস্থিরতা, অবসাদে ভোগেন।
তবে গবেষণা থেকে এখনও এটা বোঝা যায়নি যে, মস্তিষ্কে এই প্রভাব, পরিবর্তনটা সাময়িক না স্থায়ী। এই সংক্রান্ত গবেষণাটি হিউম্যান ব্রেন ম্যাপিং নামক এক পত্রিকায় প্রকাশ করা হয়েছে।

Post a Comment

 
Top