London: School curriculum , sex education is relevant to the issue raised in the debate has been long since educators . But the controversy had provoked the Danish seksolajista . In his class, students should be shown pornography .
Aalborg University's professor of Christian graugarda , paruyara it can be much more conscientious and better critic . So what is obscene and what is pornography and the sexual relationship between them at this difference would be obvious , he said.
According to him, teachers are experienced and trained in the eighth and ninth-grade students will develop the ethics of members who have raised frank discussion . Eprasange he said , is now one of the most tinaejararai certain age before you can become familiar with pornography . So it's up to them to bring the curriculum is not a new phenomenon .
He said the students about sex may be made in order to free thinking and constructive dialogue so that they can in this regard , therefore, to show pornography in the classroom .
Note that since 1970 the 'sex education ', it is compulsory in Denmark . Although the school curriculum in some schools has been the issue of pornography 

লন্ডনঃ স্কুলের পাঠক্রমে ‘সেক্স এডুকেশন’ বিষয়টি প্রাসঙ্গিক কিনা এনিয়ে বহুদিন থেকেই শিক্ষাবিদদের মধ্যে বিতর্ক চলে আসছে। এবার সেই বিতর্ক উসকে দিলেন ডেনমার্কের এক সেক্সোলজিস্ট। তিনি মনে করেন, ক্লাসে পড়ুয়াদের পর্নোগ্রাফি দেখানো উচিত।

খ্রিষ্টিয়ান গ্রউগার্ড নামে আলবর্গ বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের মতে, এতে পড়ুয়ারা অনেক বেশি বিবেকবুদ্ধিসম্পন্ন এবং ভালো সমালোচক হতে পারবে। এতে কোনটা অশ্লীল পর্নোগ্রাফি ও কোনটা স্বাভাবিক শারীরিক সম্পর্ক এই তফাতটা তাঁদের মধ্যে সুস্পষ্ট হবে বলেও মনে করেন তিনি।

তাঁর মতে অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা অষ্টম ও নবম শ্রেণির ছাত্রদের সঙ্গে এনিয়ে খোলামেলা আলোচনা করলে তাঁদের মধ্যেও নৈতিকতা গড়ে উঠবে। এপ্রসঙ্গে তিনি আরও বলেছেন, এখন অধিকাংশ টিনএজাররাই নির্দিষ্ট বয়সের আগে পর্নোগ্রাফির সঙ্গে পরিচিত হয়ে যায়। তাই এটি পাঠক্রমে আনা তাঁদের কাছে কোনও নতুন বিষয় নয়।  তিনি আরও বলেছেন সেক্স নিয়ে পড়ুয়াদের মধ্যে যাতে মুক্ত চিন্তাভাবনা তৈরি হতে পারে এবং এব্যাপারে তাঁরা যাতে গঠনমূলক আলোচনা করতে পারে, সেইকারণেই তিনি শ্রেণিকক্ষে পর্নোগ্রাফি দেখানোর পক্ষে।
উল্লেখ্য ১৯৭০ থেকেই ‘সেক্স এডুকেশন’ বিষয়টি ডেনমার্কে বাধ্যতামূলক করা হয়। সব স্কুলে না হলেও কিছু কিছু স্কুলের পাঠক্রমে পর্নোগ্রাফি বিষয়টি রাখা হয়েছে।

Post a Comment

 
Top